প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আন্তর্জাতিক মঞ্চে এক বিরল সম্মান লাভ করলেন। সম্প্রতি নামিবিয়া সফরে গিয়ে তিনি দেশটির সর্বোচ্চ জাতীয় সম্মান ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস’ পুরস্কারে ভূষিত হন। এটি তাঁর প্রাপ্ত ২৭তম আন্তর্জাতিক সম্মান, যা তাঁকে ভারতের ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক সম্মানপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছে।
গত ৯ বছরে বিভিন্ন দেশ যেমন রাশিয়া, আমেরিকা, ফ্রান্স এবং ৮টি মুসলিম রাষ্ট্র থেকে তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
চলতি বছরে মাত্র সাত মাসেই মোদী ৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ২০২৩ ও ২০২৪ সালেও তিনি যথাক্রমে ৬টি করে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন।
বিশেষজ্ঞদের মতে, এইসব পুরস্কার ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি এবং প্রধানমন্ত্রীর কৌশলগত নেতৃত্বের প্রভাবকে তুলে ধরছে। এতে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থানের প্রতিচ্ছবি স্পষ্ট।
