:নারকেল ভেবে বোমা ধরল শিশু। সকাল বেলা মাঠে খেলতে গিয়েছিল এক শিশু।আলের ধারে দেখে দুটি সুতুলি জড়ানো বল পড়ে আছে।বছর দশেকের ওই শিশু ভাবে বল পড়ে আছে।এটা ভেবে বল দুটিকে সে হাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।মাঝপথে এক চাষী দেখেন নাসিরুদ্দিন মোল্লা নামে ওই শিশু দুহাতে দুটি বোমা নিয়ে দৌড়াচ্ছে।চাষী জিঞ্জাসা করতে ওই শিশু বলে সে দুটি নারকেল কুড়িয়ে পেয়েছে।
চাষী বিপদের আঁচ পেয়ে বোমা দুটি কেড়ে নিয়ে পুকুরের জলে ফেলে দেন।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের রাজাপুর গ্রামে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই গ্রামে।আশেপাশের লোকজন এসে ভিড় জমায় মাঠে।খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।এলাকার বাসিন্দা মালেক মোল্লা বলেন, যদি কোন কারণে বোমা ফেটে যেত তাহলে ওই শিশুটি আর প্রাণে বাঁচত না। কে বা কারা এই কাজ করেছে তার তদন্ত শুরু করেছ ভাঙড় থানার পুলিশ।
আরও পড়ুন – দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন
উল্লেখ্য, সকাল বেলা মাঠে খেলতে গিয়েছিল এক শিশু।আলের ধারে দেখে দুটি সুতুলি জড়ানো বল পড়ে আছে।বছর দশেকের ওই শিশু ভাবে বল পড়ে আছে।এটা ভেবে বল দুটিকে সে হাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।মাঝপথে এক চাষী দেখেন নাসিরুদ্দিন মোল্লা নামে ওই শিশু দুহাতে দুটি বোমা নিয়ে দৌড়াচ্ছে।চাষী জিঞ্জাসা করতে ওই শিশু বলে সে দুটি নারকেল কুড়িয়ে পেয়েছে।
চাষী বিপদের আঁচ পেয়ে বোমা দুটি কেড়ে নিয়ে পুকুরের জলে ফেলে দেন।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের রাজাপুর গ্রামে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই গ্রামে।আশেপাশের লোকজন এসে ভিড় জমায় মাঠে।খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।এলাকার বাসিন্দা মালেক মোল্লা বলেন, যদি কোন কারণে বোমা ফেটে যেত তাহলে ওই শিশুটি আর প্রাণে বাঁচত না। কে বা কারা এই কাজ করেছে তার তদন্ত শুরু করেছ ভাঙড় থানার পুলিশ।