নারকেল গাছ কাটা দেখতে গিয়ে মৃত্যু ৯ বছরের বালকের । বহুতল তোলার জন্য নারকেল গাছ কাটা হচ্ছিল সেই গাছ কাটা দেখতে গিয়ে মৃত্যু ৯ বছরের রোহান আলী মন্ডলের গাছ কাটার দড়ি বাঁধা ছিল সেই ধরে সবাই দাঁড়িয়েছিল।
গাছ কাটার পর যখন সেই দড়ি ছেড়ে দেওয়া হয় তখনই সেই দড়ি টানে ছিটকে ওই বালক প্রায় ১০-১২ ফুট দূরে অন্য বাড়ির দেওয়ালে গিয়ে বারি খায়।আজ সকালে মৃত্যু হয় ওই বালকের। নিয়ম না মেনে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা নিউটাউন ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা মাঝের পাড়ায়। ঘটনার সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল মোবাইল ফোনে।
স্থানীয়দের অভিযোগ,গতকাল সকালে নিউটাউন ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা মাঝের পাড়া এলাকায় একটি বহুতল তোলার জন্য ফাঁকা জমিতে বেশ কয়েকটি গাছ কাটা হচ্ছিল। সেই গাছ কাটা দেখছিল ৯ বছরের বালক রোহান আলী মন্ডল সহ বেশ কয়েকটি বালক।
স্থানীয়দের আরো অভিযোগ নিয়ম না মেনে গাছ কাটার জন্য এই দুর্ঘটনার বলি ওই বালক। গাছ কাটার দড়ি বাঁধা ছিল সেই ধরে সবাই দাঁড়িয়েছিল। গাছ কাটার পর যখন সেই দড়ি ছেড়ে দেওয়া হয় তখনই সেই দড়ি টানে ছিটকে ওই বালক প্রায় ১০-১২ ফুট দূরে অন্য বাড়ির দেওয়ালে গিয়ে বারি খায়। মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় জ্ঞান হারায় রোহান।
রক্তাক্ত রোহান আলী মন্ডলকে প্রথমে নিয়ে যাওয়া স্থানীয় বেসরকারি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আজ সকালে ওই বালকের মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। চাপা উত্তেজনা রয়েছে। ইকোপার্ক থানায় অভিযোগ জানাবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
উল্লেখ্য, নারকেল গাছ কাটা দেখতে গিয়ে মৃত্যু ৯ বছরের বালকের । বহুতল তোলার জন্য নারকেল গাছ কাটা হচ্ছিল সেই গাছ কাটা দেখতে গিয়ে মৃত্যু ৯ বছরের রোহান আলী মন্ডলেরগাছ কাটার দড়ি বাঁধা ছিল সেই ধরে সবাই দাঁড়িয়েছিল।গাছ কাটার পর যখন সেই দড়ি ছেড়ে দেওয়া হয় তখনই সেই দড়ি টানে ছিটকে ওই বালক প্রায় ১০-১২ ফুট দূরে অন্য বাড়ির দেওয়ালে গিয়ে বারি খায়।আজ সকালে মৃত্যু হয় ওই বালকের। নিয়ম না মেনে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
আর ও পড়ুন ভারত-পাক ম্যাচে কাকে সার্পোট করেন? কী উত্তর দিলেন সানিয়া?
ঘটনা নিউটাউন ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা মাঝের পাড়ায়। ঘটনার সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল মোবাইল ফোনে। স্থানীয়দের অভিযোগ,গতকাল সকালে নিউটাউন ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা মাঝের পাড়া এলাকায় একটি বহুতল তোলার জন্য ফাঁকা জমিতে বেশ কয়েকটি গাছ কাটা হচ্ছিল। সেই গাছ কাটা দেখছিল ৯ বছরের বালক রোহান আলী মন্ডল সহ বেশ কয়েকটি বালক। স্থানীয়দের আরো অভিযোগ নিয়ম না মেনে গাছ কাটার জন্য এই দুর্ঘটনার বলি ওই বালক।
গাছ কাটার দড়ি বাঁধা ছিল সেই ধরে সবাই দাঁড়িয়েছিল। গাছ কাটার পর যখন সেই দড়ি ছেড়ে দেওয়া হয় তখনই সেই দড়ি টানে ছিটকে ওই বালক প্রায় ১০-১২ ফুট দূরে অন্য বাড়ির দেওয়ালে গিয়ে বারি খায়। মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় জ্ঞান হারায় রোহান। রক্তাক্ত রোহান আলী মন্ডলকে প্রথমে নিয়ে যাওয়া স্থানীয় বেসরকারি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আজ সকালে ওই বালকের মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। চাপা উত্তেজনা রয়েছে। ইকোপার্ক থানায় অভিযোগ জানাবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।