নিজস্ব সংবাদদাতা ১৭ই মে কলকাতা:- চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। নারদকাণ্ডে তাঁকে গ্রেফতার করল সিবিআই।সোমবার সকাল সকাল মন্ত্রীর বাড়িতে যায় কেন্দ্রীয় বাহিনী। ফিরহাদের দাবি, অধ্যক্ষর অনুমতি ছাড়াই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।কিন্তু সিবিআই সূত্রে খবর তাদের গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।
নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত, মদন, শোভনকে সিবিআই গ্রেফতার করেছে।
সকাল সকাল নেতা-মন্ত্রীদের বাড়িতে সিবিআই। সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সোমবার আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। একইসঙ্গে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও সোমবার আদালতে চার্জশিট পেশ করা হবে। খবর সিবিআই সূত্রে।
নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার সিবিআইয়ের। মুকুল, শুভেন্দুকে গ্রেফতার নয় কেন? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরে, নিজাম প্যালেসে হাজির রত্না চট্টোপাধ্যায়।
ইতি মধ্যেই নিজাম প্যালেসে তাঁদের সাথে দেখা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।