ভাইরাল নারায়ণ গোস্বামীর ভিডিও, কি আছে সেই ভিডিওতে । অনেকেই আছেন ছোট মাছ,পুঁইশাক,লাউয়ের ডগা নিয়ে এমএলএর বাড়িতে যায়,আমার বাড়িতে গেলে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না টিকিট পেতে গেলে বুথের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এমনটাই মন্তব্যের ভাইরাল ভিডিও অশোকনগর বিধায়ক নারায়ণ গোস্বামীর,পাশাপাশি আবাস যোজনার ঘর করে দেওয়ার নাম করে পঞ্চায়েতের মেম্বার টাকা চাইছেন তাই তাদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে শোনা যায় বিধায়ককে।কটাক্ষ বিরোধীদের।
সামনের বছর পঞ্চায়েত ভোট তার আগেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পৌর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন সভা করেন।তেমনি একটি সভার ভিডিও ভাইরাল সেই ভিডিওতে বিধায়ক নারায়ণ গোস্বামীকে বলতে শোনা যায়,আবাস যোজনায় যাদের ঘর নেই তাদের ঘর পাইয়ে দেবার জন্য কখনো কখনো শোনা যায় পঞ্চায়েতের মেম্বার টাকা চেয়েছেন!
ও বাবা একি তোমার ঘরের টাকা নাকি তুমি কে হে মহব্বত 10-15 হাজার টাকা দিলেই হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা তাই একটা কমপ্লেন যদি আমার কাছে আসে তাহলে সোজা তাকে আমি শ্রীঘরে ঢুকিয়ে দেবো এমনটাই হুসিয়ারি বিধায়কের।পাশাপাশি তাকে আরও বলতে শোনা যায় কেউ কেউ ছোট মাছ,পুঁইশাক লাউয়ের ডগা নিয়ে আমার কাছে যান তবে টিকিট পাওয়া যাবে না।টিকিট পেতে গেলে বুথের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।উদাহরণ হিসেবে এক তৃণমূল নেতার নাম নিতেও শোনা যায় ভাইরাল ভিডিওতে।
বিধায়কের মন্তব্যকে ধন্যবাদ তবে তৃণমূলে থেকে তৃণমূলের সততার নিদর্শন করা সম্ভব নয় মন্তব্য বিজেপি নেতা শ্যামলেন্দু দে।প্রতিটি তৃণমূল নেতা যুক্ত রয়েছেন দুর্নীতির সঙ্গে তবে বিধায়কের মন্তব্য প্রসঙ্গে বলেন খুব ভাল কথা বলেছেন ধন্যবাদ জানাচ্ছি।তবে যাদের পাকা বাড়ি আছে তাদেরকেও বাড়ি দেয়া হয়েছে কাটমানি নেওয়া হয়েছে।আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে আমরাও দেখবো কতটা করতে পারেন বিধায়ক ব্যবস্থা নিতে।
কংগ্রেস নেতা পাপাই ঘোষ বলেন,তৃণমূল দলের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত নেতা দুর্নীতির সঙ্গে জড়িত তাই প্রকাশ্য সভায় টাকার কথা বলতে পারছেন না ঘুরিয়ে ছোট মাছ,পুঁইশাক লাউয়ের ডগার কথা বলছেন।আবাস যোজনার ঘর,100 দিনের কাজ যেটা মানুষের অধিকারের কাজ জেসিপি দিয়ে করা হয়েছে সমস্ত টাকা তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। তাই উনি কিভাবে ব্যবস্থা নেবেন তাহলে উনি নিজেই ব্যবস্থার মুখে পড়ে যাবে। তৃণমূল এখটা সিন্ডিকেটের দল তাই সিন্ডিকেট দ্বারা চলে।