নিউজ ডেস্ক ১৮ অক্টোবর ২০২০: একে করোনা মহামারীর প্রকোপ ওপর দিকে হাথরসে একের পর মহিলা শিশু ধর্ষণ ও খুন সব মিলিয়ে দেশের অবস্থা জর্জরিত
এরই মাঝে কাল নবরাত্রি শুরুর প্রথম দিনে নারীদের সম্মান জানালেন রাহুল গান্ধী। অর্থাৎ মহিলাদের সম্মান জানানোই আসল উদ্দেশ্য এ কথা আরও একবার মনে করিয়ে দিলেন রাহুল গান্ধী। এদিনের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক প্রসঙ্গ না টেনেই কথা বললেন তিনি। যোগীর রাজ্যে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় যোগীর উপর আস্থা রাখছেন না মানুষ জন একথাও পরোক্ষ ভাবে বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী।