নারীদের সুরক্ষার দাবিতে এনজিপি থানায় স্মারকলিপি প্রদান করল মহিলা মোর্চা

নারীদের সুরক্ষার দাবিতে এনজিপি থানায় স্মারকলিপি প্রদান করল মহিলা মোর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৪ নভেম্বর, লাগাতার দেশ জুড়ে বেড়ে চলছে ধর্ষণ ও হত্যার পরিমান। প্রতিবাদের ঝড় দেশ জুড়ে, অবিলম্বে কেউ চাইছে দোষীদের শাস্তি ,কেউ চায় বিচার কিন্তু তাতেও থামছে না ধর্ষণের পরিমান, একই সঙ্গে শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের ঘটনা।
জানা গিয়েছে, ২৩ নভেম্বর শিলিগুড়ি গোয়ালাপট্টি সউথকলোনির একটি নাবালিকাকে গণধর্ষণ করা হয়। যাদের মধ্যে সেই নাবালিকার আত্মীয় আছে বলেও সূত্রে খবর। তবে এই ঘটনাটি পরিবারের তরফ থেকে স্থানীয় স্তরে সালিশি সভাতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু ঘটনাটি এনজিপি থানার চাইল্ড লাইনের কাছে পৌঁছে যায়। ঘটনাটি পুলিশ জানার পর পরিবারের সদস্যদের অভিযোগ দায়ের করার জন্য জোর দেওয়া হয় এবং অবশেষে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। ৪জনের নাম উঠলেও এখনও পযন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনাটিকে কেন্দ্রবিন্দুতে রেখে ও তার পাশাপাশি শহর জুড়ে বেড়ে চলা ধর্ষণের পরিমানকে নিয়েও আজ (বুধবার) ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার তরফ থেকে এনজিপি থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়। এইদিন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সভাপতি মাধবী মুখার্জী বলেন শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে বেড়ে চলছে ধর্ষণের পরিমান এছাড়াও ২৩ তারিখ একটি নাবালিকাকে গণধর্ষণ করা হয় কিন্তু আজ ১০ দিন হয়েগেছে তার শর্তেও কোন দোষীকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, নারী নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন ব্যর্থ। পুলিশের বলেছেন, ঘটনাটিতে কে কে জড়িয়ে আছে তা ক্ষতিয়ে দেখা হবে।তবে সকলের প্রশ্ন একটাই কবে কমবে ধর্ষণের পরিমান?

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top