নারীশক্তির অপমান সহ্য নয় – অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় এফআইআর

নারীশক্তির অপমান সহ্য নয় – অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় এফআইআর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – মাতৃশক্তিকে অপমান করার দুঃসাহস যাঁরা দেখান, তাঁদের কোনও ছাড় নেই — সমাজের প্রতিটি স্তরের নারীরা আজ সেই বার্তাই দিচ্ছেন দৃঢ় কণ্ঠে। সম্প্রতি তথাকথিত ‘বাঘ’ ও ‘ভালো ছেলে’র মুখোচ্ছবিতে ভেসে ওঠা অনুব্রত মণ্ডলের ঘৃণ্য ভাষার প্রতিবাদে ফুঁসছে আপামর নারী সমাজ। এই কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের জেরে রোষে ফেটে পড়েছে সাঁইথিয়া ও তার আশপাশের এলাকা।

নারীদের সম্মানহানিকর মন্তব্য করার অপরাধে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় এফআইআর দায়ের করে আইনি পথে প্রতিবাদের পথে হাঁটলেন বহু মহিলা। তাঁদের বক্তব্য, “এটা শুধুই একজন নারীর নয়, সমগ্র নারীজাতির অপমান। এ অপমানের প্রতিবাদ করতেই হবে, আর চুপ করে থাকা মানেই সেই অপমানের অংশীদার হওয়া।”

প্রতিবাদের এই ভাষা শুধুই ক্ষোভ নয় — এটি আত্মসম্মান, ন্যায়ের দাবি এবং সামাজিক সচেতনতার এক জোরালো প্রতিফলন। নারীদের এই ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আজ জানিয়ে দিচ্ছে — কোনোভাবেই মানহানিকর মন্তব্যকে প্রশ্রয় দেওয়া হবে না। সমাজে সমান সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় এই প্রতিবাদ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top