পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ বিপজ্জনক ভাবে বাড়ছে

পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ বিপজ্জনক ভাবে বাড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ বিপজ্জনক ভাবে বাড়ছে, উদ্বেগ, নদিয়া হানশখালি ধর্ষণ ও মৃত্যু হৃদয় বিদারক ঘটনা, পুলিশের কাছে জানতে ভয় দেখানো হয়েছে, ঘটনা জানাজানি হলে পুড়িয়ে মারা হবে, চাইল্ড লাইফ না দাড়ালে এটা সম্ভব হত না, পুতুল নিয়ে খেলা র বয়স নিন্দা শাস্তি দাবি।

 

উত্তর স্প্রদেশ হাত্রস ও হাসখালি ঘটনা সেখানে ফলিত মেয়েকে ধর্ষণ করে মেরে প্রশাসন ত্বত্ত প্রমাণ লোপাট, সরকরি দলের লোক যুক্ত, লজ্জা বোধ দৃষ্টি আকর্ষণ করছি ঘটনার নিন্দা করেনি উদাসীনতা প্রশ্ন তৈরি হচ্ছে। হিন্দি ভাষা আমরাও ভালো বাসি 42 শতাংশ মানুষ বলে, ভারতের সংবিধান বিভিন্ন ভাষা কে সিকৃতি দিয়েছে। মানুষের ওপর চাপানো হচ্ছে ভাষা সন্ত্রাসের শিকার হতে হবে। নিরব প্রতিবাদ নেই পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল বিজেপি মিলে করছে।

 

বাংলার সাম্প্রদায়িক বিভাজনের পথ প্রশস্ত করার চেষ্টা হচ্ছে। সেই বাংলার তৃণমূল নেতৃত্ব গোয়াতে গিয়ে কংকে দুর্বল করার চেষ্টা kor che। সংকীর্ণতার চরা গলিতে রাজনীতি করা r chesta, ওষূধ কৃষি পণ্য দাম বাড়িয়ে লেবু কিনতে গেলে, রোজা মাস আকাশ ছোঁয়া কুকিং গ্যাসের দাম সব থেকে বেশি। একই মুদ্রার দুই পিঠ মানুষকে শোষণ করছে। বাংলার মুখ্যমন্ত্রী নারী সমাজ কিভাবে ব্যক্ত করবে। একজন বেশ্যা কে ধর্ষণ করলে অপরাধ।

আর ও পড়ুন    অশোকনগর পৌর এলাকায় তিনটে গাড়ি ও একটি দোকানে আগুন

মা মাটি মানুষ এই ব্যাখ্যা করেছে। থানা শনশন কেউ জানতে পারলো না। বোগ্ তুই কান্ড একটা ব্রায়ন্ড এই অন্যায় মানতে পারছিনা। অনুকম্পার কোন চিন্হ নেই মমতার নাম দিয়ে মমতা হারিয়ে ধিক জানায় নিক রুচিপূর্ন ঘটনার জন্য। মধ্যাপ্রোদেশের ঘটনা নিন্দা জনক বাংলা উত্তম হবে না। বাংলাকে আগুন দিতে গিয়ে পিসি ভাইপো আগুন লেগেছে। নামখানা কত ধর্ষণ আমার আপনার অজানা। সরকার কেন ধর্ষণ কারীদের হয়ে সওয়াল করছেন কেন। ধর্ষণ করি খুনিদের ওকালতি করছেন কেন প্রশ্ন আমাদের। লজ্জার। হাইকোর্ট: দুর্নীতি শ্রী নিতে পারে। চুপ করে থাকার শিল্প কলা শিখতে হবে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top