নদিয়া – নদীয়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই এবারের উন্মাদনা শুরু হয়েছে। ঐতিহ্যমন্ডিত প্রায় ১৭০ বছরের পুরনো বাঘাডাঙ্গা বারোয়ারির খুঁটিপুজো মহাসাড়ম্বরে সম্পন্ন হয়েছে। এবারের থিম হিসেবে নির্বাচিত হয়েছে নারী শক্তি, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীবাদী ভাবনা ও নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে পরিকল্পনা করা হয়েছে।
পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। মণ্ডপটি সজ্জিত করা হয়েছে আলোর খেলা ও নান্দনিক সাজসজ্জায়। মায়ের আরতির সময় ১০৮টি ঢাকের তালে পরিবেশকে করেছে আরও রঙিন ও মনোহর। পুজোর এই আয়োজন শুধু ঐতিহ্যকেন্দ্রিক নয়, বরং নদী আবাসীর কাছে এটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। পুজো উদ্যোক্তারা জানান, এবারের খুঁটিপুজো নারীর শক্তি ও প্রভাবকে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।
