
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯ শে অক্টোবর : মমতা ঘোষ নামে এক রোগী দূর্গাপুর কাদা রোড থেকে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে গত বৃহস্পতিবার তার মেয়ে পিয়া ঘোষ অভিযোগ করেন মা অসুস্থ ছিল আজ সকালে উঠে চা খাই বাথরুমও যায় তারপরে এসে হাঁপানির টান শুরু হয় আমি যখন সিস্টার কে ডাকতে যায় সে কোন কথাই শোনে না অপরদিকে সে তখন মোবাইল নিয়ে ব্যস্ত ছিল যখন আসে তখন আমার মায়ের মৃত্যু হয় তাঁর অভিযোগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে পিয়া ঘোষ লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতালের মেডিকেল অফিসার এর কাছে পুরো ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ মেডিকেল অফিসার ইন্দ্রজিৎ মাঝি আরও জানান তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে নার্সের বিরুদ্ধে l



















