বাবুল কে খোঁচা নাসিরুদ্দিন শাহের। ভাইঝির জন্য ভোট প্রচারে নেমে নাম না করে বাবুল সুপ্রিয়কে ‘সুযোগসন্ধানী’, ‘দলবদুলে’ বলে কটাক্ষ করলেন নাসিরুদ্দিন শাহ। বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামেদের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। সম্পর্কে তিনি অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। তাই ভাইঝির ভোট প্রচারে নেমেছেন নাসিরুদ্দিন শাহ। শুধু ভাইঝির হয়ে ভোট প্রচারই করলেন না। নাম না করে রীতিমত বাবুলকে খোঁচাও মারলেন।
সোমবার ভাইঝি সায়রার জন্য ভিডিও বার্তায় ভোট চাইতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘’জন্মসূত্রে সায়রা শাহ হালিম আমার ভাইঝি। তবে পারিবারিক সম্পর্কের খাতিরে বলছি না, সায়রা একজন সাহসী, দায়বদ্ধ, সংবেদনশীল মানুষ। ও সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজে ঘটে যাওয়া অন্যায়গুলির প্রতিবাদ করেছেন।‘’
তবে এখানেই শেষ নয়। নাম না করে বাবুলকে বাক্য বানে রীতিমতো বিদ্ধ করেন। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘’বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচন খুব স্পষ্ট। আপনারাই ঠিক করুন কাকে ভোট দেবেন। এমন কাউকে প্রতিনিধি চান যে সংবেদনশীল, সহমর্মী ও দায়বদ্ধ নাকি রং বদলানো, সুযোগসন্ধানী এবং বিদ্বেষ ছড়ায় তাঁকে। ভোট দেওয়ার আগে গভীরভাবে ভাবনাচিন্তা করুন।‘’
আর ও পড়ুন ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের তৎপরতায় গ্রেফতার এক দুস্কৃতী
তবে এর উত্তর দিতে ছাড়েনি বাবুল সুপ্রিয়ও। তিনি, দলবদলু দু ধরনের হয়। যারা সুবিধাবাদী, নিজেদের স্বার্থে দল বদল করে। আর অন্য জন হল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছাড়ে। নাসিরুদ্দিন এতশত জানেন না। রাজনীতি সম্পর্কে ওঁর ধারণা কম।
উল্লেখ্য, বাবুল কে খোঁচা নাসিরুদ্দিন শাহের। ভাইঝির জন্য ভোট প্রচারে নেমে নাম না করে বাবুল সুপ্রিয়কে ‘সুযোগসন্ধানী’, ‘দলবদুলে’ বলে কটাক্ষ করলেন নাসিরুদ্দিন শাহ। বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামেদের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। সম্পর্কে তিনি অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। তাই ভাইঝির ভোট প্রচারে নেমেছেন নাসিরুদ্দিন শাহ। শুধু ভাইঝির হয়ে ভোট প্রচারই করলেন না। নাম না করে রীতিমত বাবুলকে খোঁচাও মারলেন।