১৭ ডিসেম্বর, পরনে লাল গেঞ্জি ও ডায়পার, হাতে ব্যাট, আড়াই বছরের ছোট্ট শিশু নিঁখুত কভার ড্রাইভ হাঁকাচ্ছে।তার নিখুঁত ফুট স্টেপ ও কভার ড্রাইভ দেখে প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি থেকে কেভিন পিটারসন।এই ভিডিও দেখে হতবাক হয় অনেকেই।সকলেই জানতে চায় কে এই ছোট্ট শিশু? কথায় তার বাড়ি? এরম অসাধারণ ক্রিকেট শিখলোই বা কথা থেকে? এরম হরেক প্রশ্নের ঝড় আসতে থাকে।
জানা গিয়েছে, ছোট্ট এই শিশুর নাম শেখ শাহিদ৷ কলকাতাতেই তার বাড়ি। ভিডিওটি যখন ক্যামেরাবন্দী হয় তখন শাহিদের বয়স ছিলো মাত্র আড়াই বছর। এখন তার বয়স তিনবছর তিনমাস। এই ব্যাটিং স্টান্ট বয়ের ভিডিও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন নিজে তাঁর প্রোফাইল থেকে শেয়ার করেছেন। তাঁর এই ক্রিকেট খেলা দেখে ছোট্ট বিরাট বলেও প্রশংসা করেছেন বহু নেটিজনেরা।
পরিবারের কথায় শাহিদ ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে।টিভিতে কিক্রেট খেলা দেখলে তার আর কিছু চায় না।যে বয়স খেলনাবাটি নিয়ে খেলার বয়স, সেই বয়েসেই সে ক্রিকেট খেলতে আগ্রহী।শাহিদের বাবা জানিয়েছেন, ‘শুধু ব্যাট নয় রান্না ঘরের হাতা খুন্তি যাই সে হাতের কাছে পায় তা দিয়েই শুরু করে ব্যাটিং করা। বাধ্য হয়ে মাত্র তিনবছরেই তাকে ভর্তি করা হয়েছে ক্রিকেট কোচিংয়ে’৷ নেট দুনিয়ায় শাহিদ এখন বিখ্যাত ‘ডায়পার কোহলি’ নামে।নতুন প্রজন্মের সঙ্গে পা মেলালেও ভার্চুয়াল গেম থাকে শাহিদ হয়তো অনেকটাই দূরে থাকবে এমনটাই মনে করেছেন পরিবার।ছোট্ট বিরাট এখন সারা ফেলেছে নেট দুনিয়ায়।সাথে এই নতুন প্রতিভা মাতিয়ে দিয়েছে দেশ থেকে বিদেশের সমস্ত ক্রিকেটপ্রেমীদের মন।