পর্দায় যৌন দৃশ্যগুলো কীভাবে শ্যুট হয় জানলে নিঃসন্দেহে অবাক হবেন আপনি

পর্দায় যৌন দৃশ্যগুলো কীভাবে শ্যুট হয় জানলে নিঃসন্দেহে অবাক হবেন আপনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নিঃসন্দেহে

পর্দায় যৌন দৃশ্যগুলো কীভাবে শ্যুট হয় জানলে নিঃসন্দেহে অবাক হবেন আপনি। চলচ্চিত্রে ঘনিষ্ঠ দৃশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিকারের রোমান্টিক চিত্রের জন্য, অভিনেতা এবং পরিচালকদের অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আসলে সেক্স কথাটি আমাদের সকলের মনেই চাপা উত্তেজনা সৃষ্টি করে। প্রকাশ্যে সেটাকে নিয়ে কথা বলতে যতই আমরা ইতঃস্তত বোধ করি না কেন,আগ্রহ কমবেশি সকলের মধ্যেই আছে সেটা অস্বীকার করতে পারা যায় না।

 

আমাদের দেশে বিনোদনমূলক ছবিগুলির ক্ষেত্রে অবশ্য একটা নির্দিষ্ট সীমা রেখা টানা থাকে যৌনতার দৃশ্যগুলি দেখানোর ব্যাপারে,অপরদিকে বিদেশি ছবিগুলিতে ওরা অনেক বেশি খোলামেলা যৌন দৃশ্যগুলি দেখার ও দেখানোর ব্যাপারে। যতই সীমারেখা থাক না কেন,আমাদের দেশে লুকিয়ে ছাপিয়ে কৈশোর থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই কমবেশি পর্ন সাইট গুলোতে উঁকিঝুঁকি দিয়ে আসে।

 

এই সমস্ত যৌনতায় ভরপুর ভিডিও ক্লিপগুলো আমাদের মনে অনেক প্রশ্নের উদ্ভাবন ঘটায়। অনেক সময় নগ্ন অবস্থায় থাকা নায়ক নায়িকাদের ঘিরে অনেক মানুষের অবচেতন মনে অনেক ফ্যান্টাসির জন্ম নেয়।তারা ঠিক কতটা সুন্দর?কিভাবে তারা ক্যামেরার সামনে নিজেদের তুলে ধরেন ?ঠিক কী কী ঘটে যৌনদৃশ্যে অভিনয়-এর আগে বা পরে? বর্তমানে টেকনোলজির সহায়তায় এইসব শয্যা-দৃশ্যে অভিনয় অনেক সহজ হয়ে উঠেছে।  যৌন দৃশ্য অভিনয় করার জন্য হলিউডে Merkins নামে একধরণের প্রাইভেট পার্ট কভার পরানো হয়ে থাকে।  নগ্ন দৃশ্যের অভিনয়ের সময়ে অভিনেতা-অভিনেত্রীদের নগ্ন হতে হয় কোনও কোনও সময়ে। কিন্তু দৃশ্য অভিনয়ের পরেই তাঁদের গায়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

 

একটি হুকআপ দৃশ্যকে খুব ভালো আকর্ষণীয় করতে অনেক প্রচেষ্টা লাগে। নিউইয়র্ক-ভিত্তিক কোরিওগ্রাফার ট্রিসিয়া ব্রুক এই দৃশ্যগুলি কোরিওগ্রাফিতে বিশেষজ্ঞ। তিনি তাঁর সঙ্গীর সঙ্গে প্রথম দৃশ্যগুলি অভিনয় করে দেখান। তারপর তিনি অভিনেতাদের এটি শেখান। যাতে কোনও অভিনেতা নিরাপত্তাহীনতা বোধ না করেন। হলিউডেও অন্তরঙ্গ কোরিওগ্রাফার রয়েছে। যৌন দৃশ্যের কোরিওগ্রাফ করাও তাঁদের কাজ। অনেক অভিনেতার নগ্ন দৃশ্য দিতে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকেই আছেন যারা অস্বস্তি বোধ করেন। এই ধরনের অভিনেতাদের জন্য বিশেষ কিছু জিনিস ব্যবহার করা হয়।

 

আর ও পড়ুন    দাম্পত্য সম্পর্ক সুখময় করতে এগুলি ট্রাই করুন

 

পিরিয়ড হলেও অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে হয়। চলচ্চিত্রে যৌন দৃশ্যের সময় মহিলাদের ল্যান্ডিং স্ট্রিপের মতো পোশাক পরে থাকেন। একজন অভিনেতাকে তাঁর আসন্ন টিভি সিরিজে হলিউড হাঙ্কের জন্য যৌন দৃশ্যের শুটিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমাকে অনেক কামসূত্র পজিশন করতে হয়েছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে চলে শুটিং। শেষ পর্যন্ত, আমার উভয় হাঁটুতে ক্ষত সৃষ্টি হয়েছিল। আমাকে অনেক দিন আমার হাঁটুতে প্লাস্টার দিয়ে থাকতে হয়েছিল। এক অভিনেতা আবার দাবি করেছেন, তিনি যৌন দৃশ্যের শ্যুটিংয়ের আগে অভিনেত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন। যাতে ওই দৃশ্য শ্যুটিংয়ের সময়ে কোনও অস্বস্তিবোধ দুজনের মধ্যে না থাকে।

 

অভিনেত্রী ভায়োলা ডেভিস বেশ কিছু রোমান্টির সিরিজে অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন, বিশেষ ধরনের মেক আপ ব্যবহার করতেন। যাতে ওই দৃশ্য শ্যুটিংয়ের সময়ে কোনও সমস্যা না হয়। এক মেক আপ বিশেষজ্ঞ জানান, পরিচালকরা যেভাবে চান অভিনেতা অভিনেত্রীদের তেমন ভাবেই মেক আপ করা হয়। এই জন্য বিশেষ ধরনের কিছু জেল ব্যবহৃত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top