নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত, ছন্দে সূর্যকুমার-বুমরাহ

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত, ছন্দে সূর্যকুমার-বুমরাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের পকেটে পুরে নিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল। ব্যাট হাতে ছন্দে ফিরলেন সূর্যকুমার যাদব, আর বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্সে স্বস্তি দিলেন জসপ্রীত বুমরাহ।
ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৯ উইকেটে তোলে ১৫৩ রান। টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে দুটি পরিবর্তন করে ভারতীয় দল—বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ফেরেন জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণোই।
বিশ্রামের পর ম্যাচে ফিরেই প্রভাব ফেলেন বুমরাহ। ষষ্ঠ ওভারে বল করতে এসেই টিম সেইফার্টকে ১২ রানে বোল্ড করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। মার্ক চাপম্যানও করেন ৪৮ রান। শেষ দিকে স্যানটানার ১৭ বলে ২৭ রানের ইনিংসে সম্মানজনক স্কোরে পৌঁছয় কিউই দল।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও হার্দিক পান্ডিয়া। বুমরাহের এই ফর্ম বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে বড় স্বস্তি দেবে।
জবাবে ব্যাট করতে নেমে গৌহাটিতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ২০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। শুরুতেই ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন তিনি।
অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব। গত ম্যাচেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, রবিবারও নিজের চেনা মেজাজে খেলেন স্কাই। ২৬ বলে ৫৭ রান করে দলকে জয় এনে দেন তিনি এবং বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টের চিন্তাও অনেকটাই কমান। ঈশান কিশান ১৩ বলে ২৮ রান করেন।
তবে জয়ের মাঝেও চিন্তা বাড়াচ্ছে সঞ্জু স্যামসনের অফ ফর্ম। এই ম্যাচেও রান পাননি তিনি। বিশ্বকাপের আগে এখনও দুটি ম্যাচ বাকি থাকায় দল নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন কোচ গম্ভীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top