খেলা- হোম কন্ডিশনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়ের প্রত্যাশা ছিল ভারতীয় শিবিরে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। তুলনায় শক্তিহীন বলে বিবেচিত নিউজিল্যান্ডের কাছেই ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারতে হল টিম ইন্ডিয়াকে। এই অপ্রত্যাশিত হার ঘিরে প্রশ্নের মুখে পড়েছে নতুন কোচিং সেট-আপ। গৌতম গম্ভীরের জমানায় এই ভরাডুবির কারণ কোথায়, তা প্রকাশ্যেই তুলে ধরলেন প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
নিউজিল্যান্ড সিরিজ হারের পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই ধরে নিয়েছিলেন, এটি নিউজিল্যান্ডের ‘এ’ বা ‘বি’ মানের দল। সেই দলকেও ঘরের মাঠে সামলাতে না পারায় সমালোচনার ঝড় ওঠে। এই ব্যর্থতার প্রেক্ষিতে একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে স্পষ্টভাবে জানান, শেষ ন’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে ভারত এবং এর প্রধান কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন অতিরিক্ত পরিবর্তনের বিষয়টি।
রাহানের মতে, বড় টুর্নামেন্ট বা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষানিরীক্ষা করাই যায়। কিন্তু সেই পরীক্ষার মধ্যেও খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বচ্ছতা প্রয়োজন। তাঁর বক্তব্য, কোন ফরম্যাটে কাকে খেলানো হবে এবং নির্দিষ্ট ভূমিকা কী—তা যদি পরিষ্কারভাবে জানানো হয়, তাহলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বজায় থাকে।
গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং এবার নিউজিল্যান্ডের কাছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে গম্ভীরের কোচিং দর্শন নিয়েও ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা।
তবে সমালোচনার মাঝেও আশার আলো দেখছেন রাহানে। তাঁর মতে, সঠিক যোগাযোগ ও স্থিতিশীলতা বজায় রাখতে পারলে ফলাফল ঘুরে দাঁড়াতেই পারে। তিনি মনে করেন, কঠিন প্রশ্ন আসবেই, কিন্তু সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সাফল্য সম্ভব।
রাহানে আলাদা করে ভক্তদের কথাও উল্লেখ করেছেন। ভারতের ম্যাচ মানেই স্টেডিয়াম ভর্তি দর্শক। সেই সমর্থকদের সামনে ঘরের মাঠে হার মানা ক্রিকেটারদের উপর মানসিক প্রভাব ফেলে বলেও মত তাঁর।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হোম কন্ডিশনের সদ্ব্যবহার নিয়ে। রাহানের কথায়, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা মানেই প্রত্যাশা ছিল ৩-০ জয়। সব খেলোয়াড়কে সম্মান রেখেই তিনি বলেছেন, এই দলটিকে হারানো উচিত ছিল, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা।
তবে সামনে সুযোগও দেখছেন তিনি। ২০২৬ সালের জুলাইয়ের আগে ভারতের আর কোনও ওয়ানডে ম্যাচ নেই। এই দীর্ঘ বিরতিকে কাজে লাগিয়ে নতুন করে দল গঠনের পরিকল্পনা করার এটাই উপযুক্ত সময় বলে মত রাহানের। তাঁর মতে, কোন খেলোয়াড়দের ফেরানো হবে এবং কাদের নিয়ে ভবিষ্যতের পথে এগোনো হবে, সেই সিদ্ধান্ত এখনই নেওয়া দরকার। প্রশ্ন একটাই, রাহানের এই সতর্কবার্তা কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কানে তুলবে?




















