নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৪ নভেম্বর,২০২০: আজ প্রেস ক্লাবে নিউজ এডিটর ও চিত্র পরিচালক হিসেবে সন্তু সিনহা মহাশয়কে “ষষ্ঠ বর্ষ ভারত গৌরব অনন্য সন্মান ২০২০” সম্বর্ধনা জ্ঞাপন করা হল। সন্তু সিনহা মহাশয় এর অসামান্য কর্ম কৃষ্টি ও বলিষ্ঠ ভূমিকাকে সন্মান জানাতে রিপোর্টার এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্ট ও বাংলা একনজর সংবাদ পত্রের সহায়তায় এই সন্মান জ্ঞাপন করা হয়েছে।

সাইন টিভি ২৪×৭ এর শুরু থেকে সন্তু সিনহা মহাশয় নিউজ এডিটর এর দায়িত্ব সামলাচ্ছেন এর পাশাপাশি চিত্র পরিচালক হিসাবেও তাঁর অসামান্য কৃতিত্ব অনস্বীকার্য। তাই আজ তাকে এই সম্মানে সম্বর্ধিত করা হল। সম্প্রীতি দীপাবলির পরেই মুক্তি পেতে চলেছে উনার পরিচালনায় বাংলা চলচ্চিত্র ‘অনুরাগ’ ছায়াছবি।

যে মানুষটি দিবারাত্র এককরে দিয়ে মানুষের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই বিশিষ্ট ব্যক্তি সন্তু সিনহা মহাশয় এই সন্মান পাওয়ার পর সাইন টিভি ২৪×৭ কে বিশেষ ভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। শুনে নেব কি বলেছেন নিউজ এডিটর এবং চিত্র পরিচালক সন্তু সিনহা মহাশয়।