নিউটাউনের অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব

নিউটাউনের অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা -;উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যার পর ইকো পার্ক সংলগ্ন ঘুনি এলাকার মাঝের পাড়ায় ভয়াবহ আগুন লাগে। বাগজোলা খালপাড়ের ঝুপড়িগুলিতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, যার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কতগুলি ঝুপড়ি পুড়ে গিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে— সেই সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কতটা এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল, তাও জানতে চান তিনি। এরপরই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ২০০টিরও বেশি ঝুপড়ি রয়েছে। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় প্রথম দিকে দমকল কর্মীদের ঘটনাস্থলে ঢুকতে সমস্যায় পড়তে হয়। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও দমকলের সঙ্গে হাত মেলান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

দমকল সূত্রে জানানো হয়েছে, পরপর কয়েকটি ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝুপড়িগুলিতে প্রচুর দাহ্য সামগ্রী থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা।

ঘটনাস্থলে পৌঁছে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। আগুন পুরোপুরি নেভার পর কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, একাধিক ঝুপড়িতে বিপুল পরিমাণ প্লাস্টিক ও দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুন যাতে আরও না ছড়ায়, সে জন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দমকলমন্ত্রী আরও জানান, আগুন নেভানোর কাজে প্রায় কুড়িটি ইঞ্জিন নামানো হয়েছে এবং প্রয়োজনে আরও ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ঝুপড়িবাসীর সর্বস্ব পুড়ে যাওয়ায় শীতের রাতে খোলা আকাশের নীচেই তাঁদের আশ্রয় নিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top