কলকাতা – নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে নিখোঁজ তথ্য়-প্রযুক্তি কর্মী চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। গত ২ অক্টোবর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতের দিকে পুলিশ ও তদন্তকারীরা গেস্ট হাউসের রুমে প্রবেশ করলে পচা গন্ধে সতর্ক হন। দরজা ভাঙার পর ৩৪ বছর বয়সী চন্দ্রনাথের দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ শ্যামনগরের বাসিন্দা এবং একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত তার মোবাইল ফোন ট্র্যাক করে এবং শেষ অবস্থান শনাক্ত করে নিউটাউনের গৌরাঙ্গনগরের ওই গেস্ট হাউসে পৌঁছায়।
মৃতদেহের পাশে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে। তবে তা কি আত্মহত্যার ইঙ্গিত দেয় নাকি হত্যার ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ঘুমের ওষুধ কীভাবে যুবকের কাছে পৌঁছেছে এবং সে কীভাবে তা ব্যবহার করতে পেরেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, যুবক কার সঙ্গে ওই গেস্ট হাউসে গিয়েছিলেন, সেটাও তদন্তাধীন। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। স্থানীয় সূত্রে জানা যায়, পচা গন্ধ ছড়িয়ে থাকার কারণে পুলিশ সতর্ক হয়ে রুমের ভেতরে ঢুকে দেহ উদ্ধার করেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, নিহতের কাছ থেকে পাওয়া চিকিৎসা সংক্রান্ত ওষুধের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণপত্র পরীক্ষার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যাবে। উপজেলার নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আরও তদন্ত চালানো হবে।
