উত্তর 24 পরগণা – নিউটাউনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার কাঁকুড়গাছিতে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণকারী একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। হঠাৎ অগ্নিকাণ্ডে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর একাধিকবার সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়, যার জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই গোডাউনটি সম্পূর্ণভাবে আগুনের কবলে পড়ে এবং পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের জেরে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলেও বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।




















