নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা আগস্ট :নিউটাউনে উদ্ধার মাস্কেট ও দু রাউন্ড গুলি।মাস্কেট সহ একজনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।ধৃতের নাম সাহাঙ্গির মোল্লা।সাহাঙ্গির নিউটাউন এলাকার কুখ্যাত দুষ্কৃতী।এর আগেও একাধিক গুলি চালানো, মারধর এর অভিযোগ আছে।
পুলিশ সূত্রে গতকাল রাতে খবর পায় যে বালিগুড়ি এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে হেটে যাচ্ছে।সেই খবরে পুলিশ গিয়ে চারিদিকে ঘিরে ফেলে তাকে ধরে ফেলে ।পুলিশ জিজ্ঞাসা বাদে জানতে পারে যে ওই এলাকায় কোনো অপরাধ করার জন্য এসেছিল।এর কাছ থেকে উদ্ধার হয় একটি মাস্কেট ও দু রাউন্ড গুলি।ধৃত সাহাঙ্গির মোল্লা নিউটাউন এর বালিগুড়ি এলাকার বাসিন্দা।