নিউটাউনে বিশাল গাঁজা পাচার রুখল পুলিশ, কোচবিহার থেকে আসা তিন জন গ্রেফতার

নিউটাউনে বিশাল গাঁজা পাচার রুখল পুলিশ, কোচবিহার থেকে আসা তিন জন গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে নিউটাউনের কারিগরি ভবনের কাছে একটি অটো থেকে প্রায় ২০ কেজি গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল এবং পোলেরহাট থানার পুলিশ। ওই অটোর ভিতর থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন অটোচালক এবং বাকি দুই ব্যক্তি কোচবিহারের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান। পাচারকারীরা নিউটাউনের কারিগরি ভবনের পিছনের পাঁচুড়িয়া এলাকায় একটি নির্দিষ্ট ঠিকানায় গাঁজা পৌঁছে দিতে যাচ্ছিল বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।

অভিযুক্তরা জানান, প্রতি চালানে তারা পেত ১৫ হাজার টাকা। এই গাঁজা মূলত ভাঙড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সরবরাহ করা হত বলে জানা গিয়েছে। পুলিশ মনে করছে, এই ঘটনার নেপথ্যে আরও বড় কোনও মাদকচক্র সক্রিয় রয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে।

ধৃতদের পোলেরহাট থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল জানিয়েছে, শহরের প্রান্তবর্তী এলাকাগুলিতে মাদক পাচার রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই ঘটনার পর নিউটাউন ও আশপাশে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top