কলকাতা – রাতের শহরে ফের বেপরোয়া গতির দুচাকার গাড়ির শিকার হল একজন চালক। নিউটাউনে দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুটি। গুরুতর আহত অবস্থায় চালককে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। নিউটাউনের বাইপাস ধাবার দিক থেকে নবদিগন্ত উড়ালপুলে ওঠার পর নিকোপার্কের কাছে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে। স্কুটিতে ছিলেন চালক ও এক আরোহী। ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন।
ঘটনাস্থলে থাকা অন্যান্য বাইক, স্কুটি ও চারচাকার গাড়ির চালকরা আহতদের উদ্ধার করতে সাহায্য করেন। খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর কমিশনারেটের পুলিশ আহত চালককে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চালকের শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত ছিল। মাথা, কোমর ও পায়ের হাড়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্কুটির আরোহীর খোঁজ চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনার এলাকা থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ যাচাই করছে, দুর্ঘটনা বাইকের অনিয়ন্ত্রিত গতির কারণে হয়েছে নাকি অন্য কোনও গাড়ির ধাক্কায়।




















