কলকাতা – নিউটাউন এলাকার জ্যোতিনগরে ভোররাতে ঘটে গেল এক রহস্যজনক ও উদ্বেগজনক ঘটনা। স্থানীয় বাসিন্দা বিভা বসাক প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে মেইন গেটের দিকে তাকাতেই চমকে ওঠেন। কারণ, তার বাড়ির মূল দরজায় ঝুলছে লাল সালোয়ার কাপড়ে মোড়া একটি পুতুল এবং সঙ্গে আলতা দিয়ে আঁকা ‘প্রতিকী রক্ত’—যার উপরে লেখা ‘সব শেষ’। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা এই বিভীষিকাময় চিহ্ন ঝুলিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, মূল দরজার সামনেই মাটি দিয়ে তৈরি করা একধরনের ঢেলায় রাখা হয়েছে আলতার ছাপ এবং বিভিন্ন ফুল। এই দৃশ্য দেখে আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিভা বসাক। পরিবারের তরফে সঙ্গে সঙ্গে নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
এলাকাবাসীদের একাংশের ধারণা, এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে ভয় দেখানোর চেষ্টা হতে পারে। কেউ কেউ আবার এটিকে কালো জাদু বা তন্ত্রসাধনার অঙ্গ হিসেবেও দেখছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির পেছনে কেউ ইচ্ছাকৃতভাবে ভয় বা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের মানুষের সঙ্গেও কথা বলা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর এবং বাসিন্দারা এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ ও ভীতি।
