নিউটাউনে মহালয়ার রাতে পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু

নিউটাউনে মহালয়ার রাতে পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – নিউটাউনের ইকোপার্কের সামনে মহালয়ার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী জ্যোতিষ দেবনাথ (৪০)। রবিবার রাতে তিনি সাইকেলে ডিউটি করছিলেন। তাঁর সঙ্গে আরও একজন পুলিশ কর্মী ছিলেন। সেই সময় একটি নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া বাইক তাদের ধাক্কা মারে।

দুর্ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হন। স্থানীয় ভিআইপি রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হলে চিকিৎসক জ্যোতিষকে মৃত ঘোষণা করেন। উৎসবের শুরুতেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। আহত অপর পুলিশ কর্মী চিকিৎসাধীন।

নিউটাউনে সাম্প্রতিককালে বেপরোয়া গাড়ি ও বাইকের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে উৎসব চলাকালীন এই প্রবণতা বিধাননগর পুলিশের জন্য চিন্তার কারণ। পথ দুর্ঘটনা কমাতে টহলদারি বাড়ানো হচ্ছে এবং কঠোর শাস্তির মাধ্যমে গতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর। তবে এক মাসের মধ্যে নিউটাউনে চারজনের মৃত্যু এই এলাকায় নিরাপত্তার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top