নিউটাউনে ষষ্ঠ নিউটাউন বই মেলার উদ্ভোধনে মন্ত্রী সুজিত বোস

নিউটাউনে ষষ্ঠ নিউটাউন বই মেলার উদ্ভোধনে মন্ত্রী সুজিত বোস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪ পরগনা, ২৪ ডিসেম্বর, ঘন্টা বাজিয়ে ষষ্ঠ নিউটাউন বই মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সুজিত বোস। উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশীষ সেন, কবি সুবোধ সরকার, শিল্পী যোগেন চৌধুরী, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী, এনকেডিএ এর সিইও অনিমেষ ভট্টাচার্য, বইমেলার সম্পাদিকা উর্মিলা সেন।

নিউটাউন মেলা গ্রাইন্ডে নিউটাউন বই মেলার উদ্বোধন হল আজ। পাশাপাশি নিউটাউন মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন হল। এবার ৬ বছরে পড়ল নিউটাউন বইমেলা। রাজ্যের নামি দামি প্রকাশকদের বইয়ের স্টলের পাশাপাশি লিটল ম্যাগাজিন এর স্টল দেওয়া হয়েছে। প্রায় ৭০ টি বইয়ের স্টল করা হয়েছে। এছাড়া থাকছে ফুড কোর্ট, কিডজ জোন, এন্টারটেইনমেন্ট জোন, আড্ডা জোন সহ সবমিলিয়ে ১৬০টি স্টল করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন বইমেলা মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউটাউন বইমেলা ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top