নিজস্ব সংবাদদাতা ৩ নভেম্বর ২০২০
নিউটাউন: নিউটাউনের সিএনসিআই ক্যান্সার হাসপাতাল থেকে নিখোঁজ ৮৮ বছরের বৃদ্ধ নন্দ দুলাল মিত্র। কলকাতার টালার বাসিন্দা নন্দ দুলাল মিত্রকে প্রথমে অসুস্থ্তার কারনে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এরপরে পরিবারের লোকজন করোনা আক্রান্ত ওই বৃদ্ধ কে নিউটাউনের সিএনসিআই ক্যান্সার হাসপাতালে দশমীর দিন ভর্তি করে দেয় । সেখানেই তার করোনা চিকিৎসা চলছিল। প্রতিদিনের মতো আজও সকালে শারীরিক অবস্থার খোঁজ নিতে পরিবারের লোকজন ফোন করে হাসপাতালে কিন্তু সেই সময় হাসপাতাল থেকে জানানো হয় খোঁজ নিয়ে জানাচ্ছি। তারপর আর কিছুই জানানো হয়নি পরিবারকে। অভিযোগ বিকালে পরিবারকে ফোন করে জানানো হয় নন্দ দুলাল মিত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি পরিবারের লোকজন হাসপাতালে চলে আসেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যাইনি বলে অভিযোগ। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য ভবনেও জানানো হয়েছে বলে পরিবারের দাবি। হাসপাতাল চত্বর জুড়ে খোঁজ চালানো হচ্ছে। প্রশ্ন উঠেছে হাসপাতালের নজরদারি নিয়েও। যদিও পরিবারের দাবি, হাসপাতাল চত্বরই থাকতে পারে ৮৮ বছরের বৃদ্ধ নন্দ দুলাল মিত্র। তার খোঁজ পাওয়ার আশায় আপাতত হাসপাতালেই অপেক্ষারত অবস্থায় রয়েছে পরিবার।