নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ ডিসেম্বর, ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফেকচারস ডিলার্স এসোসিয়েশন-এর উদ্যোগে গতকাল থেকে নিউটাউনের ইকো পার্কে ৫০তম ক্রেতা ও বিক্রেতা সমন্বয় মেলা আয়োজিত হয়েছে। তিন দিনব্যাপী এই মেলার গতকাল উদ্বোধন হয়। আজ উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী অমিত মিত্র।
এই মেলায় ২২৫টি স্টল করা হয়েছে। ৬০০টি ব্র্যান্ডেড কোম্পানি আছে। প্রায় ২০০০ বস্ত্র প্রস্তুতকারী সংস্থা এসেছে তাদের বস্ত্র নিয়ে। এই মঞ্চ থেকে বস্ত্র প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে বস্ত্র হাব তৈরি করার জন্য সরকারের কাছে জমির আবেদন করে। সেই বিষয়ে মন্ত্রী মলয় ঘটক এবং সুজিত বসু রাজ্য সরকারের দুই মন্ত্রী জানান, তারা সঠিকভাবে সরকারের কাছে আবেদন করলে তারা বিষয়টি ভেবে দেখবেন। রাজ্য সরকারের তরফ থেকে শিল্পকে সহযোগিতা করার সমস্ত রকমের আশ্বাস দেওয়া হয়।



















