
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা , ১৪ মার্চ, নিউটাউন থানার বাউন্ডারির মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির চন্দ্রবোরা সাপ।প্রথম নজরে আসে থানার কুকুর রিনির।সাপের আওয়াজ ও রিনির ডাকে ছুটে আসে থানার স্টাফরা।গিয়ে দেখেন থানার পিছনে একটি গাছের নিচে গোল পাকিয়ে বসে আছে চন্দ্রবোরা।পাশে দাঁড়িয়ে ডাকছে রিনি।তড়িঘড়ি রিনিকে সরিয়ে খবর দেওয়া হয় সল্টলেকের বন দফতরের রেসকিউ সেন্টারে।বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।



















