নিজস্ব সংবাদদাতা, বারাসাত, ২৩ নভেম্বর, নিউটাউন সাপুরজি এলাকা থেকে চার কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার। বহু ছিনতাই ও ডাকাতির সঙ্গে যুক্ত ছিল এই অভিযুক্ত চার জন। চারজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক ও দু রাউন্ড গুলি সহ বেশ কিছু ধারালো অস্ত্র। অভিযুক্তদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। শনিবার তাদের বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্তদের নাম ইনতাদুল মোল্লা (নিউটাউন এর বাসিন্দা) আক্রম মোল্লা (নিউটাউন এর বাসিন্দা) গোপাল ঘোষ (সল্টলেক এর বাসিন্দা) বিলাস মিস্ত্রি (বাগুইআঁটি এর বাসিন্দা)
পুলিশ সূত্রে খবর, নিউটাউন, বাগুইআঁটি ও সল্টলেকের বাসিন্দা এই চার জন নিউটাউন সাপুরজি এলাকায় গভীর রাতে জড় হয়।পুলিশ এর কাছে সেই খবর আসতেই তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধরে ফেলে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি বন্দুক ও দুটি রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র।এর পর জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা নিউটাউন রাজারহাট এলাকায় বহুবার ছিনতাই ও ডাকাতি করতো।গতকাল নিউটাউনে ছিনতাই করার উদ্যেশেই জড়ো হয়েছিল।তার আগেই গ্রেফতার হয় এই চার জন। আজ তাদের বারাসাত কোর্টে তোলা হবে।