উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিউরো টেলি-মেডিসিন চালুর উদ্যোগ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের নিউরো টেলি-মেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর কলকাতার দুটি নামী সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ব্রেন স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা হবে। আগামী সপ্তাহের মধ্যে হাসপাতালে এই পরিষেবা চালু করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যে রাজ্যে টেলি-মেডিসিন পরিষেবা চালু হয়েছে। এমনকি ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ও এই পরিষেবায় ভালো ফল পাওয়া গেছে।আর এবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হল। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সূত্রে খবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ৪ ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে আনার পরেই হাসপাতালে গ্রীন করিডর করে তাকে সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাওয়া হবে এবং তার সিটিস্ক্যান ছাড়াও তাকে ৪০ হাজার টাকার একটি ইঞ্জেকশন বিনামূল্যে দেওয়া হবে।
এছাড়াও নিউরো টেলি-মেডিসিনের মাধ্যমে কলকাতার এস এস কে এম এবং বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা শুরু হবে। এই ব্যাপারে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার ডাঃ হাসিবুল মল্লিক জানান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এই ধরনের পরিষেবা এই প্রথম। তিনি জানান হাসপাতালে পরিষেবা চালু হয়ে গেল ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের আর অন্যত্র যেতে হবেনা। সুপার জানান ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকদের এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সুপার ডাঃ হাসিবুল মল্লিক।