কলকাতা – শহর কলকাতা ফের যেন সাক্ষী থাকল পুলিশের বিতর্কিত ভূমিকার। দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় একের পর এক দাঁড়িয়ে থাকা লরি হঠাৎ করেই গুঁড়িয়ে দিল পুলিশ। মালিকদের অভিযোগ—এই ভাঙচুরে কোনও রকম পূর্বে সতর্কবার্তা দেওয়া হয়নি। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ লরি মালিক এবং চালক মহল।
প্রায় ৪০ বছর ধরে ওই এলাকায় লরি দাঁড় করিয়ে কাজ চালিয়ে আসছেন স্থানীয় পরিবহণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, যদি কোনও সমস্যা থাকত, তারা নিজেরাই সরিয়ে নিতেন গাড়িগুলি। কিন্তু বিনা নোটিশে এভাবে ভাঙচুর চালানো চরম অন্যায় এবং প্রশাসনিক অমানবিকতা বলেই মনে করছেন তাঁরা।
ঘটনার পর ক্ষতিগ্রস্তরা ছুটে যান নিউ আলিপুর থানায়। পুলিশের পক্ষ থেকে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে—এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এই পদক্ষেপের পেছনে কী কারণ, তার কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি।
ইতিমধ্যেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহণ সংগঠনগুলির একাংশ। প্রশ্ন উঠছে পুলিশের দমনমূলক পদক্ষেপ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে। আদৌ প্রশাসন এভাবে নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করছে, না কি এটা নিছক ক্ষমতার অপপ্রয়োগ—তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
