নিউ ইয়ার, ক্রিসমাস ছুটি কাটানোর সেরা সময়

নিউ ইয়ার, ক্রিসমাস ছুটি কাটানোর সেরা সময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউ ইয়ার, ক্রিসমাস ছুটি কাটানোর সেরা সময়।আর কিছুদিন বাদেই ক্রিসমাস ও নিউ ইয়ার, দেদার আনন্দ উৎসবের সময়। অনেকেই এই সময় ঘুরতে ভালোবাসেন, পাহাড়ি পরিবেশে ক্রিসমাস ও নিউ ইয়ার এর ছুটি কাটানোর ভালো ঠিকানা হতেই পারে সিকিম। সিকিমের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। ভারতের যে কোন প্রান্ত থেকে সড়ক পথ রেলপথ বিমানপথে সিকিম যাওয়া যায়।

 

গ্যাংটক সিকিমের রাজধানী শহর গ্যাংটক, গ্যাংটকের প্রাকৃতিক শোভা অত্যন্ত মনোরম। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে শহর হল গ্যাংটক। আধুনিকতার ছোঁয়া রয়েছে এই শহরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে অপরূপ সুন্দর লাগে।

 

নাথুলা পাস,গ্যাংটক থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত নাথুলা পাস। পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয়।নাথুলা পাস ভারত এবং তিব্বতকে সংযুক্ত করেছে। এখানেই রয়েছে একটি আন্তর্জাতিক বাণিজ্য বাজার , যেই বাজারে বিভিন্ন রকম আকর্ষণীয় দ্রব্য সামগ্রী কিনতে পাওয়া যায়। এই এলাকায় এমন একটি জায়গা রয়েছে যেখানে সারাক্ষণ মেঘে ঢাকা থাকে।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ,সিকিমের অন্যতম জনপ্রিয় স্থান কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প। কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে আমরা বইতে অনেক তথ্য পড়েছি, তবে এখানে এলে হাতে কলমে সবকিছু জানা যায়। কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় একটি স্থান।

 

পেলিং,সিকিমের দ্বিতীয় জনপ্রিয় শহর হল পেলিং, গ্যাংটকের পরেই পিলিং এর জনপ্রিয়তা রয়েছে। পেলিং এর প্রাকৃতিক সভা অত্যন্ত সুন্দর।

লাচেন,লাচুন,উত্তর সিকিমের দুটি পাহাড়ি ছোট ছোট গ্রাম, জনকোলা হল মুক্ত এই দুই গ্রাম, নিরিবিলিতে দিন দুই কাটিয়ে দিলে মানসিক শান্তি আসে, এই ছোট দুটি পাহাড়ি গ্রামের প্রাকৃতিক পরিবেশও দুর্দান্ত।

RECOMMENDED FOR YOU.....