নিজস্ব সংবাদদাতা, নিউটাউন ৮ জুলাই :- ডলার ভাঙানোর নাম করে প্রতারণা ।সেই প্রতারণার ঘটনায় গ্রেফতার চার, তাদের গ্রেফতার করে নিউটাউন ইকোপার্ক থানার পুলিশ।তাদের বিরুদ্ধে অভিযোগ ৯০ হাজার টাকা প্রতারণার।
পুলিশ সূত্রের খবর ,গত ২৯/৬/২০২০ তারিখে বনগাঁর বাসিন্দা সুবীর মন্ডল ইকোপার্ক থানায় এসে অভিযোগ করেন যে তার কাছে চার জন এসে বলেন তার কাছে ২০ ডলার আছে লকডাউনের কারণে অর্থনৈতিক সমস্যা রয়েছে ।এটা ভাঙিয়ে দিলে তাকে তাকে পঞ্চাশ শতাংশ টাকা দিয়ে দেবে। কয়েকদিন পর তার কাছে আবার ওই চার প্রতারক এসে বলে তাদের কাছে ১৩০০ ডলার রয়েছে এক লাখ টাকা দিলে সেই ১৩০০ ডলার তারা দিয়ে দেবে।সেই মতো নিউটাউন এলাকায় একটি জায়গায় ৯০ হাজার টাকা নিয়ে আসে।প্রতারকের হাতে ৯০ হাজার টাকা দিলে প্রতারকরা গামছায় বাধা একটি থলে দিয়ে বলে এখানে পুলিশ ঘোরাঘুরি করছে একটি আড়ালে গিয়ে খুলে দেখে নিতে।অভিযোগকারী যখন কাছে একটি নির্জন জায়গায় গিয়ে থলে খোলে দেখে তার মধ্যে শুধু কাগজ রয়েছে।তড়িঘড়ি যেখানে ডিল হয়েছে সেখানে গিয়ে দেখে কেউ নেই।এর পর ইকোপার্ক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে হাতিয়ারা বাস স্ট্যান্ড থেকে চার অভিযুক্তদের গ্রেফতার করে।এরা হাতিয়ারা, ঘূণি,ভাটপাড়া ও নদিয়ার বাসিন্দা বলে জানা গেছে।