নিউ টাউন প্রাইড প্লাজা হোটেলের 5 তলায় রয়েছে পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায়ের পন্টিয়াক মার্চেন্ট’স প্রাইভেট লিমিটেড যেখান থেকে একাধিক ব্যবসা তিনি চালাতেন এবং এই অফিসের মালিক হিসাবে প্রসন্ন কুমার রায়ের নাম রেজিস্টার করা রয়েছে এই হোটেলে এমনটাই জানা যাচ্ছে হোটেল সূত্রে। এছাড়াও এই হোটেলে রয়েছে একাধিক অফিস। প্রসন্নকুমার সেই অফিসগুলিতে যাতায়াত করতো এমনটাও হোটেল সূত্রে খবর।
যেমন এই হোটেলেরই 4 তলায় 415 নম্বরে যে অফিস রয়েছে শালাসার টাইলস প্রাইভেট লিমিটেড(এই অফিসে প্রসন্নকুমারের আসা-যাওয়া থাকলেও তার নামে রেজিস্টার নেই এই অফিস এই অফিস থেকে যেখান থেকে চলত হোটেল ব্যবসা। এছাড়াও একাধিক, কোম্পানি- অফিস রয়েছে নিউটাউনের এই হোটেলে। যে অফিস গুলিতে প্রসন্ন কুমার রায়ের আসা যাওয়া ছিল। সেই অফিসগুলি এই মুহূর্তে কোনোটা বন্ধ রয়েছে, কোনোটা আবার খোলা থাকলেও কোন স্টাফ নেই সেই অফিসে।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, নিউ টাউন প্রাইড প্লাজা হোটেলের 5 তলায় রয়েছে পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায়ের পন্টিয়াক মার্চেন্ট’স প্রাইভেট লিমিটেড যেখান থেকে একাধিক ব্যবসা তিনি চালাতেন এবং এই অফিসের মালিক হিসাবে প্রসন্ন কুমার রায়ের নাম রেজিস্টার করা রয়েছে এই হোটেলে এমনটাই জানা যাচ্ছে হোটেল সূত্রে। এছাড়াও এই হোটেলে রয়েছে একাধিক অফিস। প্রসন্নকুমার সেই অফিসগুলিতে যাতায়াত করতো এমনটাও হোটেল সূত্রে খবর।
যেমন এই হোটেলেরই 4 তলায় 415 নম্বরে যে অফিস রয়েছে শালাসার টাইলস প্রাইভেট লিমিটেড(এই অফিসে প্রসন্নকুমারের আসা-যাওয়া থাকলেও তার নামে রেজিস্টার নেই এই অফিস) এই অফিস থেকে যেখান থেকে চলত হোটেল ব্যবসা। এছাড়াও একাধিক, কোম্পানি- অফিস রয়েছে নিউটাউনের এই হোটেলে। যে অফিস গুলিতে প্রসন্ন কুমার রায়ের আসা যাওয়া ছিল। সেই অফিসগুলি এই মুহূর্তে কোনোটা বন্ধ রয়েছে, কোনোটা আবার খোলা থাকলেও কোন স্টাফ নেই সেই অফিসে।