হাওড়া – হাত বদলের আগেই গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেল ফরাক্কার জিআরপি। বৃহস্পতিবার রাতে নিউ ফরাক্কা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই যুবক।
জিআরপির আইসি প্রসান্ত রায় জানিয়েছেন, ধৃতদের নাম সুজিত দাস (১৯) ও রবিউল সেখ (৩০)। সুজিতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় এবং রবিউলের বাড়ি কালিয়াচক থানার মহব্বতপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় জাল নোটের এই বিপুল পরিমাণ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফরাক্কা স্টেশনে নেমেছিল। ফরাক্কায় হাত বদলের কথা থাকলেও, তার আগেই জিআরপি তাদের ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই জাল নোটগুলি দিল্লিতে পাচার করার পরিকল্পনা ছিল।
আজ ধৃতদের আদালতে তোলা হয় এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে ফরাক্কার জিআরপি। গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

















