উত্তর ২৪ পরগনা – উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুর আবারও মাদকচক্রের কেন্দ্রে। উত্তরবঙ্গের কোচবিহার, শীতলকুচি ও মাথাভাঙা থেকে নিয়মিতভাবেই এখানে গাঁজা সরবরাহ করা হয়। কখনও ট্রলি ব্যাগে, কখনও বা স্কুল ব্যাগে করে চলে গাঁজা পাচারের রমরমা ব্যবসা। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পায় নিউ বারাকপুর থানার পুলিশ।
অভিযান চালিয়ে সাজিরহাট সোদপুর রোডের পেট্রোল পাম্পের পাশে এক পরিত্যক্ত ইটভাটা থেকে সাড়ে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত নারায়ন পাল (৫৯), যার বাড়ি হুগলি জেলার চুঁচুড়া কাপাসডাঙা এলাকায়। পুলিশ জানিয়েছে, কোচবিহার মাথাভাঙা থেকে স্কুল ব্যাগে করে গাঁজা নিয়ে এসে বিলকান্দা এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল তার।
ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি জানান, নিউ বারাকপুর থানার পুলিশ আগেই খবর পেয়েছিল যে এক পাচারকারী স্কুল ব্যাগে গাঁজা নিয়ে আসছে। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিকে এনডিপিএস ধারায় বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কোথা থেকে এই গাঁজা আসছিল এবং কার কাছে সরবরাহ করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিউ বারাকপুর থানার পুলিশের সাফল্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
