নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,৩রা সেপ্টেম্বর : নিকাশি নালা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। বর্ধমানের বুদবুদের মানকরে গত কয়েকমাস আগেই সম্প্রসারণ হয়েছে রাস্তা। বুদবুদ থেকে গুসকরা যাবার রাস্তা সম্প্রসারণ হবার সময় রাস্তার পাশের নিকাশি নালা বন্ধ হয়ে যায়। একই সাথে পানীয় জলের পাইপ ফেটে সেই জলও জমতে থাকে। এদিকে গত দু দিন ধরে টানা বৃষ্টি হবার কারণে জল জমে থাকছে। সাথে বাড়ির ভিতরেও ঢুকছে জল। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না করলে সমস্যা আরও বাড়বে দেখে এলাকার বাসিন্দারা আজ মানকর গুসকরা রাস্তা অবরোধ করে। ঘটনার খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ অবরোধ উঠাতে গেলে বাধা পায় পুলিশ। প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর খবর পেয়ে গলসি ১নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠায় এলাকার বাসিন্দারা।
নিকাশি নালা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
নিকাশি নালা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram