নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা,১ জুলাই:-▪ আমফান ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরও র অধিকাংশ জায়গায় । জল নিকাশি না হওয়ার জেরে সমস্যায় পড়েছেন নামখানা বাজার সংলগ্ন এলাকার কলোনির বাসিন্দারা। ২০০৯ সাল থেকে কলোনির পাঁচটি পুকুরের জমা জলে সমস্যায় পড়তে হচ্ছে । প্রতিবছর বর্ষায় বেশি সমস্যা দেখা দিলেও চলতি বছরে আমফানের দাপটে সমস্যা আরো বেড়েছে। নামখানার বাজার ব্যবসায়ীদের অভিযোগ হাতানিয়া দোয়ানিয়া নদীর জল অনায়াসে ঢুকে পড়ছে নামখানার অধিকাংশ গ্রামে, বিশেষ করে নামখানার কলোনিতে।নোনা জল ঢুকে বেরোতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে, তার সাথে জমা জলে পড়ছে বজ্র পদার্থ । কারন বাজার সংলগ্ন এলাকায় কোনো ভ্যাট নেই । যার ফলে পরিত্যক্ত ডোবা পুকুর কে বেছে নিতে হচ্ছে ব্যবসায়ীদের । এছাড়াও জমা জলে বাড়ছে মশা-মাছির উপদ্রব।
নারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না দাবি প্রতিবেশীদের। তারা বলেন লিখিত অভিযোগ জানানো হয়েছে নারায়নপুর পঞ্চায়েত প্রধান থেকে নামখানা বিডিও সবাই কে। এমনকি জানানো হয়েছে নামখানা ব্যবসায়ীদেরও। কিন্তু কোন ভাবে সমাধান মেলেনি। প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে নামখানা কলোনির কয়েকশো পরিবারকে । তাদের একটাই দাবি অবিলম্বে জমে থাকা র্বজ্য পদার্থগুলো সংস্করণ করা হোক। এর পাশাপাশি বসবাসের সু-ব্যবস্থা করে তোলার দাবি রেখেছেন। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ মুখতে নারাজ প্রধান চম্পা বৈরাগি।