বনগাঁ গোপালনগরের রামচন্দ্রপুরে নিকাশী খালের উপর দিয়ে অবৈধ নির্মান নিয়ে বিডিওকে অভিযোগ জানিয়ে কাজ বন্ধের আবেদন গোপালনগর -১ পঞ্চায়েতের । পাল্লা পঞ্চায়েত থেকে অনুমতি নিয়েছি দাবি মালিকের ।
উত্তর ২৪ পরগনার গোপালনগর নহাটা রাজ্য সড়কের পাশে রামচন্দ্রপুর এলাকায় স্বপন বিশ্বাস নামে এক ব্যাক্তি গোপালনগ ও পাল্লা পঞ্চায়েতের সীমন্ত এলাকায় নিকাশী খালের উপরে নির্মাণ কাজ চালাচ্ছে । গোপালনগর -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জানায় গোপালনগর দাঁড়ি ঘাটা ব্রিজ থেকে পাল্লা পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার দীর্ঘ নিকাশি খালের উপর অবৈধ নির্মাণ হচ্ছে ।
ওই ব্যক্তি বিজেপি করে প্রভাব খাটিয়ে অবৈধ নির্মাণ করছে । পঞ্চায়েত থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে বনগাঁ বিডিওর কাছে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানায় । এই বিষয় বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত জানিয়েছেন, আজ সকালে আমার কাছে ইমেইলে অভিযোগ আসে। আমি বিষয়টি সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুলিশের কাছে বিষটি জানতে চেয়েছি । অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে ।
উল্লেখ্য, বনগাঁ গোপালনগরের রামচন্দ্রপুরে নিকাশী খালের উপর দিয়ে অবৈধ নির্মান নিয়ে বিডিওকে অভিযোগ জানিয়ে কাজ বন্ধের আবেদন গোপালনগর -১ পঞ্চায়েতের । পাল্লা পঞ্চায়েত থেকে অনুমতি নিয়েছি দাবি মালিকের ।
আরও পড়ুন- না ফেরার দেশে রাজা, শোকের ছায়া আলিপুরদুয়ারে
উত্তর ২৪ পরগনার গোপালনগর নহাটা রাজ্য সড়কের পাশে রামচন্দ্রপুর এলাকায় স্বপন বিশ্বাস নামে এক ব্যাক্তি গোপালনগ ও পাল্লা পঞ্চায়েতের সীমন্ত এলাকায় নিকাশী খালের উপরে নির্মাণ কাজ চালাচ্ছে । গোপালনগর -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জানায় গোপালনগর দাঁড়ি ঘাটা ব্রিজ থেকে পাল্লা পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার দীর্ঘ নিকাশি খালের উপর অবৈধ নির্মাণ হচ্ছে । ওই ব্যক্তি বিজেপি করে প্রভাব খাটিয়ে অবৈধ নির্মাণ করছে । পঞ্চায়েত থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে বনগাঁ বিডিওর কাছে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানায় ।
এই বিষয় বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত জানিয়েছেন, আজ সকালে আমার কাছে ইমেইলে অভিযোগ আসে। আমি বিষয়টি সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুলিশের কাছে বিষটি জানতে চেয়েছি । অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে ।