নিকাশী ব্যবস্থার সাফাই নিয়ে বিবাদের জেরে আহত কলেজ পড়ুয়া সহ চার সদস্য। গুরুত্বর আহত কলেজ ছাত্র ও তার দাদা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুরের নিচেরকানি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত কলেজ ছাত্রের নাম মুকারাম হোসেন(২১)ও দাদা কমল হোসেন(২৮)। দাদা জানায়,তাদের বাড়ির পাশের নর্দমা পরিস্কার করছিল তারা। প্রতিবেশী সাহারাজ বলে তাদের বাড়িতে নোংরা ফেলা হয়েছে। এই নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ এরপরই সাহারাজ দলবল নিয়ে মারধর শুরু করে। ঘটনায় চারজন আহত হয়। গ্রামবাসীদের সহযোগীতায় তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ দায়ের করা হয় কালিয়াচক থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।