বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা নিকের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাঁদেরকে আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন পিগি চপস। শুধু তাই নয়, সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিকের সঙ্গে তাঁর বিয়ের আভাসও দিয়েছেন তিনি। বিয়ে নিয়ে মতামত জানাতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন,বিয়ে কোনও মহিলাকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি আর আমি বিয়ে করতেও চাই।