নিজস্ব সংবাদদাতা, বিধাননগর:- সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে উদ্ধার নিকো পার্কের ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীর ঝুলন্ত দেহ। লকডাউনের কারণে নিকোপার্ক বন্ধ হয়ে যাওয়ায় তাকে বসিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।সেই কারণে মানসিক অবসাদে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে বিধান নগর উত্তর থানার পুলিশ। মৃত ব্যাক্তির নাম অনিন্দ গোস্বামী, বয়স ৫৬। পুলিশ সূত্রে খবর, গতকাল বিধান নগর উত্তর থানায় খবর যায় বিবি ব্লকের ২২৩ নাম্বার বাড়ির বাসিন্দা অনিন্দ গোস্বামী দরজা খুলছে না। সেই মতো পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এর পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রতিবেশীরা জানায় উনি গতকাল সকালে প্রতিদিনের মতো কেয়ারটেকারকে দিয়ে চা আনায়, কিন্তু তার পর থেকে আর বাড়ির বাইরে বেরোয় নি। বিকেলে ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে তার বন্ধুকে ডেকে পাঠনো হয়। সে পুলিশকে খবর দেয় ,পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর মানসিক অবসাদেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান।
নিকোপার্কের ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
নিকোপার্কের ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram