নিখিলকে কটাক্ষ করে কী বললেন নুসরত? জানুন । অভিনেতা, সাংসদ হওয়ার পাশাপাশি তিনি একজন মা। বিতর্ক শুরু হয়েছিল তাঁর অন্তঃসত্ত্বাকে ঘিরেই। প্রশ্ন উঠেছিল, সন্তানের বাবা কে? প্রাক্তন স্বামী নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি নন। পরে অবশ্য নুসরত নিজেই জানান, ঈশানের বাবা অভিনেতা, প্রেমিক যশ দাসগুপ্ত। তবে এখানেই শেষ নয় নুসরত দাবি জানিয়েছেন যে, গোটা বিতর্ক নিয়ে তাঁকে ‘ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে’। সালটা ছিল ২০১৯। ওই বছরের জুন মাসে তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নুসরত-নিখিল। কিন্তু এক বছর পেরোতে না পেরোতেই ভেঙে যায় তাঁদের সংসার। শুরু হয় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের জল্পনা। চলতি বছর জুন মাসে নুসরত জানান, নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। সমাজের কাছে বৈধ হলেও, আইনের চোখে তা অবৈধ। লিভ ইন রিলেশনশিপে ছিলেন তাঁরা।
তুরস্কের বিয়ে নিয়ে যখন নানা তোপ দিচ্ছিলেন নিখিল, তখন চুপ থাকেননি সাংসদও। এক সাক্ষাৎকারে নুসরত বলেন, ‘ওঁরা আমার বিয়ের জন্য কোনও টাকা খরচ করেনি। আমার হোটেলের বিল মেটায়নি। ওঁদের কিছু বলার নেই। আমি নিজে সৎ, আমাকে ভুলভাবে বাখ্যা করা হয়েছে। এখন আমি সেটা স্পষ্ট করেছি।’ কারওর নাম না নিলেও স্পষ্ট যে তিনি কার কথা বলতে চেয়েছেন।
আর ও পড়ুন বাড়িতে ঢুকে পড়া যুবককে চোর সন্দেহে আটকে রাখল এলাকাবাসী
এছাড়াও ‘নিখিলের সঙ্গে সহবাস করেছি’ এই মন্তব্য নিয়েও হয়েছিল নানা বিতর্ক। নুসরত আগেই অবশ্য জানিয়েছিলেন, ‘নিখিল আইনি নোটিস পাঠিয়েছিল আমাকে, সেখানে সহবাসের কথা লেখা ছিল। আমি কী করে বলব যে বিয়ে করিনি? নিখিলের সঙ্গে আমি সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছি। পার্লামেন্টে গিয়ে পরিচয়পত্র তৈরি করেছি। সেটা কী করে অস্বীকার করব? আমি নিখিলের কথাগুলোই উল্লেখ করেছিলাম। সকলে ভাবল ওগুলো আমার কথা।’
এই সমস্ত নানা তর্ক বিতর্কের মাঝেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। এরপর যশ দাশুগুপ্তর সঙ্গে নিজের লিভ ইন সম্পর্কেও স্বীকৃতি দেন নুসরত। গত ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেতা। সন্তানের নাম দেন ঈশান। প্রথম থেকে ঈশানের বাবার পরিচয় নিয়ে নানা জল্পনা কল্পনা দেখা দিলেও, পরবর্তী সময়ে যশ দাশগুপ্তকেই নিজের সন্তানের বাবা বলে পরিচয় করিয়ে দেন নুসরত।
উল্লেখ্য, নিখিলকে কটাক্ষ করে কী বললেন নুসরত? জানুন । অভিনেতা, সাংসদ হওয়ার পাশাপাশি তিনি একজন মা। বিতর্ক শুরু হয়েছিল তাঁর অন্তঃসত্ত্বাকে ঘিরেই। প্রশ্ন উঠেছিল, সন্তানের বাবা কে? প্রাক্তন স্বামী নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি নন। পরে অবশ্য নুসরত নিজেই জানান, ঈশানের বাবা অভিনেতা, প্রেমিক যশ দাসগুপ্ত।
তবে এখানেই শেষ নয় নুসরত দাবি জানিয়েছেন যে, গোটা বিতর্ক নিয়ে তাঁকে ‘ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে’। সালটা ছিল ২০১৯। ওই বছরের জুন মাসে তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নুসরত-নিখিল। কিন্তু এক বছর পেরোতে না পেরোতেই ভেঙে যায় তাঁদের সংসার। শুরু হয় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের জল্পনা। চলতি বছর জুন মাসে নুসরত জানান, নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। সমাজের কাছে বৈধ হলেও, আইনের চোখে তা অবৈধ। লিভ ইন রিলেশনশিপে ছিলেন তাঁরা।