পূর্ব মেদিনীপুর – নিখোঁজ থাকার চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের সুদামপুর এলাকায়। মৃত যুবকের নাম সুব্রত অধিকারী (৩৩)। পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদিও এই মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বলাইপন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত অধিকারী। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃত যুবকের মা কাজল দেবীর অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। একই দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। ময়নার বিজেপি নেতা সুজিত বেরা বলেন, সুব্রত দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর দাবি, চার দিন জলে পড়ে থাকলে দেহে পচন ধরার কথা, কিন্তু উদ্ধার হওয়া দেহে তেমন লক্ষণ দেখা যায়নি। পাশাপাশি সুব্রতের মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি বলেও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এর আগেও সুব্রতকে অপহরণ করে মহিষাদলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। ভোটের মুখে বিজেপি কর্মীদের কোণঠাসা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর অভিযোগ।
অন্যদিকে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে এটি খুন না কি অন্য কোনও ঘটনা—তা জানতে সব দিক খতিয়ে দেখছে ময়না থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।




















