নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ ফেব্রুয়ারি, কিছুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া এক ছাত্রের দেহ উদ্ধার হল শস্যক্ষেত্র থেকে।ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার মল্লিকপুর গ্রামে। ভারত-বাংলাদেশ সীমান্তের বালতি গ্রাম পঞ্চায়েতের বালতি গ্রামের বাসিন্দা বালতি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রকি গাইন ও শহীদ নুরুল।
জানা গিয়েছে, ইসলাম কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র রবি শংকর গাইন সম্পর্কে দাদা ও ভাই সরস্বতী পুজোর বুধবার দিন বাড়িতে পুজো প্রসাদ বিতরণ করার পর মল্লিকপুরে জেঠুর বাড়ি যাওয়ার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। এদিন বাড়ির পাশে প্রায় এক কিলোমিটার দূরে মল্লিকপুর গ্রামের বল্লির বিল শস্য ক্ষেত থেকে বছর ১৫ বছরের কিশোর রকি গাইনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও নিখোঁজ দাদা রবি শংকর এখনো খোঁজ পাওয়া যায়নি।
রবি শংকরের পরিবারের দাবি, তাদের একমাত্র মেয়ে শিউলি গাইন তেঁতুলিয়ায় বিয়ে হয়েছিল। সম্প্রতিকালে দিদির বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই দিন থেকে দিদির শ্বশুরবাড়ির লোকজন স্বামী সহ অন্যরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সেই কারণে হয়তো খুন করা হয়েছে এমনটাই সন্দেহ করছে।ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।