নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৯ জুন:- গতকাল সকালে সিউড়ি থানার গড়ুইঝোড়া গ্রামের সিরাজ খানের পরিবারের কাছে ফোন আসে তার ছেলে আমির খান কে অপহরণ করা হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, তারা একটি ব্যাংক একাউন্টের নাম্বার দেয়। সিরাজ খান সিউড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশের কথামতো সেই নাম্বারে ফোন করে বলেন আজ রবিবার ব্যাঙ্ক বন্ধ, টাকা নিয়ে আমি আসছি। এরপর অপহরণকারীদের কথামতো পাথরচাপুড়ি সংলগ্ন একটি জঙ্গলে প্রথম থেকেই ওত পেতে বসে থাকে পুলিশ এবং ঘটনাস্থল থেকে তিনজন অপহরণকারীকে ধরে ফেলে, দেখা যায় এর মধ্যে অপহৃত অমির খান নিজে উপস্থিত। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এহেন কর্মকাণ্ডে হতবাক সকলে। জানা যায় গত শনিবার মায়ের কাছে টাকা চেয়ে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে, এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অপহরণের ছক কষে আমির খান। আজ তাদের তিনজনকে সিউড়ি আদালতে তোলা হয়।
নিজের অপহরণের নাটক করে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দুই বন্ধু
নিজের অপহরণের নাটক করে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দুই বন্ধু
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram