নিউজ ডেস্ক, ১১ জুন ২০২১: ইচ্ছে ছিল করোনা কাটলে নিজের জমানো টাকা দিয়ে সাইকেল কিনবে , তবে এখন সেই ইচ্ছাই বদলে গেল করোনায় মানুষদের সাহায্য করাতে।

মাত্র ১৩ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন সাইন সিনহা নিজের জন্মদিন কাটালেন রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে। তারা যাতে আরো মানুষদের সেবা করতে পারে তার জন্য তাদের হাতে তুলে দিল নিজের জমানো পিগি ব্যঙের সব টাকা।

১৩ বছরের এই ছোট্ট সাইন ভালোবাসে সমুদ্র দেখতে , মেতে থাকে ছবি আঁকা নিয়ে। নিজের জন্মদিন আর পাঁচ জনের থেকে একটু আলাদাভাবে রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে কাটাতে চায় , এমনটাই আবদার ছিল বাবার কাছে , আর ছেলের এই অভিনব ভাবনাকে পূর্ণতা দিতেই একদমই দেড়ি করলেন না আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল এর উপদেষ্টা শান্তনু সিনহা । পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও এখনো বিশেষ চাহিদা সম্পন্ন রাজারহাটের সাইন সিনহা।

১১ ই জুন ওর জন্মদিন। আর এই বিশেষ দিনে রেড ভলেন্টিয়ার্স দাদা দিদিদের সাথেই কেক কেটে সেলিব্রেশন করলেন নিজের জন্মদিন।এখানেই শেষ নয় এমনকি ছোট্ট সাইন নিজের জন্মদিনের দিন থেকেই নাম লেখাচ্ছেন রেড ভলেন্টিয়ার্স দলে।হবে নাইবা কেন ? বাবাকেও যে সবসময় দেখে এসেছে মানুষের পাশে দাঁড়াতে। এই আতিমারীতে কাজের জন্য করোনা জয়ী ওর বাবা কিছুদিন আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাবার থেকে পিছিয়ে নেই করোনা জয়ী ছেলেও।
