নিজের পেশা ভুলে স্ত্রীর প্রচারে ব্যস্ত ডগলাস এমহফ

নিজের পেশা ভুলে স্ত্রীর প্রচারে ব্যস্ত ডগলাস এমহফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৩০ অক্টোবর ২০২০:স্ত্রীর সঙ্গে ইতিহাসের দোরগোড়ায় স্বামী। নিজের নাওয়া খাওয়া ভুলে স্ত্রী কমলা হ্যারিসের প্রচারের কাজে ব্যস্ত ডগলাস এমহফ। পেশায় একজন আইনজীবী হলেও সব ভুলে তিনি এখন স্ত্রীর অনলাইন ফান্ড রেজিং অনুষ্ঠানে ব্যস্ত।

স্ত্রী জিতলে তিনিই হবেন দেশের প্রথম “সেকেণ্ড হাসব্যান্ড”। যদিও স্ত্রী দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে আইনের জগতে আদেও কি ফিরবে ডগলাস তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ব্যক্তিগত জীবনে কমলা হ্যারিসের পাশে দাঁড়ানোর জন্য নিজের পেশাকে ভুলতে রাজি ডগলাস এমহফ। অপর পক্ষে কমলা হ্যারিসের প্রচার টিমের সকল সদস্যই তাদের “গোপন অস্ত্র” হিসেবে মেনে নিয়েছে ডগলাস কে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top