লোনাভালাতে ২০১৬ সালের জানুয়ারি মাসে ৬ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।লোনাভালাতে ২০১৬ সালের জানুয়ারি মাসে ৬ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।সাধের বাংলো বিক্রি করে দিলেন রোহিত শর্মা। কিন্তু সেই সাধের বাংলোই এ বার বিক্রি করে দিলেন হিটম্যান। ৭৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের। যদিও হঠাৎ করে বাংলোটি বিক্রি করার কারণ পরিস্কার নয়।

এক সূত্রের মারফত জানা গেছে, পাহাড়ে ঘেরা লোনাভালায় রোহিতের যে বাংলোটি ছিল সেটি কিনেছেন মুম্বইয়ের বাসিন্দা সুষমা অশোক সারাফ নামের এক মহিলা। ৫.২৫ কোটি টাকায় রোহিতের বাংলো কিনেছেন তিনি। তবে, হিটম্যান বাংলোটি কেন বিক্রি করলেন তার কারণ যেমন জানা যায়নি, তেমনই এই ক্রেতার পরিচয়ও বিশেষ জানা যায়নি।